যশোর স্বাস্থ্য বিভাগকে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক
করোনা পরিস্থিতি মোকাবিলায় যশোর স্বাস্থ্য বিভাগকে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আজ মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে জেলার সিভিল সার্জনের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, নির্বাহী পরিচালক মেজর (অবসরপ্রাপ্ত) ফারুখ আহমেদ খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘সাইফ পাওয়ারটেক দেশের বিভিন্নস্থানে মেডিকেল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে অনন্য অবদান রেখে চলেছে। দেশের ক্রীড়া উন্নয়নেও এ প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।’
এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১০ জুন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্যসচিব আহমেদ কায়কাউসের হাতে দুই কোটি টাকা অনুদানের চেক তুলে দেয় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।