যশোরের শার্শা সীমান্তে ১১৯০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
যশোরের শার্শায় ভারত সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রাম থেকে সোমবার দুপুরে এক হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ শাহীন হোসেনকে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। ছবি : এনটিভি

যশোরের শার্শায় ভারত সীমান্তে এক হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

উপজেলার সালকোনার নারকেলবাড়িয়া সীমান্ত থেকে আজ সোমবার দুপুরে রঘুনাথপুর গ্রামের শাহীনকে আটক করে বিজিবি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে বস্তাভর্তি এক হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ শাহীন হোসেনকে আটক করা হয়।

জব্দ করা ফেনিসিডিলের দাম ১১ লাখ ৯০ হাজার টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

আটক শাহীনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং একটি মামলা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা।