যশোরে করোনায় ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২১

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন।
যশোর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ শতাংশ অর্থাৎ ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া একদিনে মারা গেছেন নয়জন। এদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে তিনজন, ইয়োলো জোনে পাঁচজন এবং মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডের রেড জোনে একজন মারা যান।
বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫৪ জন।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালের করোনা ওয়ার্ডের শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকেরা।’
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ পুরো জেলায় সম্প্রাসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন আরও কঠোর ভূমিকা নেবে।