যশোরে তলিয়ে আছে ৮০ গ্রাম, প্রধানমন্ত্রীকে পরিদর্শনের আহ্বান
এক মাসেরও বেশি সময় ধরে পানির নিচে তলিয়ে আছে যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ৮০টি গ্রাম। এসব গ্রামের কয়েক লাখ মানুষ অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছে। জলাবদ্ধ এলাকার মানুষের দুর্দশা নিজ চোখে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার নেতৃবৃন্দ।
আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভবদহ এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। এ সময় উপস্থিত ছিলেন জোটের জেলা শাখার সভাপতি সুকুমার দাস, অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস প্রমুখ।
পানিবন্দি এলাকার মানুষের জীবনযাত্রা বর্ণনা করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় জানানো হয়, এসব গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, চাষের জমি সবই পানির নিচে। রান্নাঘর, টয়লেট এমনকি বিশুদ্ধ পানির একমাত্র উৎস টিউবয়েলও ডুবে আছে পানিতে। গৃহপালিত পশু রাখার জায়গা নেই, আছে খাদ্য সংকটও।
লিখিত বক্তব্যে জানানো হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর ও অভয়নগর শাখার নেতৃবৃন্দ ৩ অক্টোবর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগ, দুর্দশার চিত্র দেখে হতবাক হয়েছেন।
সংবাদ সম্মেলনে জলাবদ্ধ এলাকার মানুষের দুর্দশা নিজ চোখে দেখার জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ওই এলাকা পরিদর্শনের আহ্বান জানান জোট নেতৃবৃন্দ। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের প্রক্রিয়া শুরুর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করে বিনামূল্যে ওষুধ সরবরাহ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ এবং খাল-বিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি করেন তারা।