যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার (৫ মার্চ) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল (৩২) ও একই গ্রামের আ. খালেকের ছেলে মঈন উদ্দিন (৩০)।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এনটিভি অনলাইনকে জানান, আজ শনিবার রাত ৮টার দিকে দুই মোটরসাইকেল আরোহী শ্যামলাগাছিতে একে অপরের সঙ্গে ক্রসিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জন নিহত হন। পরে স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।