যশোরে দেশীয় অস্ত্র কারখানার সন্ধান, গুলি-ম্যাগজিনসহ গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
পুলিশ সুপার কার্যালয়। ফাইল ছবি

যশোর শহরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বলে দাবি করে পুলিশ।

এ সময় কারখানার তিন অস্ত্রের কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পলিশ। 

আজ রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ৯টার দিকে শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে পাঁচটি দেশীয় তৈরি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরির তিন কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কারখানার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুপন কুমার সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম প্রমুখ।