যশোরে দেড় কোটি টাকার ভারতীয় চন্দন কাঠ জব্দ

Looks like you've blocked notifications!
যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে জব্দকৃত কাভার্ডভ্যানসহ ভারতীয় চন্দন কাঠ। ছবি : এনটিভি

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে ভারতীয় চন্দন কাঠসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নাভারণ বাজারের সাতক্ষীরা মোড় থেকে চন্দন কাঠের এ চালান জব্দ করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে পাচার হয়ে বিপুল চন্দন কাঠ সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার নাভারণ বাজারের সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে তল্লাশি করে এক টন ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত চন্দন কাঠের মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি। এ ঘটনায় শার্মা থানায় একটি মামলা হয়েছে।