যশোরে যুবলীগ কর্মী খুন

জখমের পর ইয়াসিন আরাফাতকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে উৎসুক জনতার ভিড়। ছবি : এনটিভি
যশোর শহরের শংকরপুর এলাকায় ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইয়াসিন যুবলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি একই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর শংকরপুরের ব্রাদার্স ক্লাবে ছিলেন ইয়াসিন। এসময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে রাত ৮টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসময় ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক সালাহউদ্দিন বাবু জানান, হাসপাতালে নেওয়ার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসকিন আলম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে তদন্ত ও অভিযান শুরু হয়েছে।