যশোরে ১৯৯৮-২০০০ ব্যাচের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

Looks like you've blocked notifications!

যশোরে ব্যাচ ১৯৯৮-২০০০ এর উদ্যোগে করোনা রোগীদের সেবায় দুইটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার উদীচী শিল্পীগোষ্ঠীর অক্সিজেন সেবা সরবরাহকারী দলের কাছে সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর অক্সিজেন সেবা সরবরাহকারী দলের উদ্যোক্তরা জানান, করোনার হানায় বিধ্বস্ত সারা দেশ। বেড়েই চলছে করোনার আক্রমণ। করোনা সংক্রমণের হটস্পট হিসেবে তালিকাবদ্ধ যশোরও। অক্সিজেন সংকটে চরম ভোগান্তিতে রয়েছে এ জেলার মানুষ। প্রতিনিয়ত বাড়ছে হাহাকার। এমন ভোগান্তি কিছুটা হলেও লাঘব করতে এগিয়ে এসেছে ব্যাচ ১৯৯৮-২০০০।

ব্যাচ ১৯৯৮-২০০০ এর পক্ষ থেকে উপহার তুলে দেন ব্যাচের সমন্বয়ক মো. সাইফুল্লাহ। জেলার উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এসব সিলিন্ডার গ্রহণ করেন উদীচী জেলা সংসদের সহসভাপতি রজিবুল ইসলাম টিলন ও সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা উদীচীর প্রাক্তন সভাপতি সোমেশ মুখার্জ্জী, কার্যনির্বাহী সদস্য গ্রেগরী সরদার ও রাজীব উদ্দীন খান।

বিষয়টি নিয়ে কথা হলে ব্যাচ সমন্বয়ক মো. সাইফুল্লাহ জানান, করোনা রোগীদের কান্নায় একটু হলেও ভালোবাসার হাত বোলাতে আমাদের এই চেষ্টা। ইতোমধ্যে দুইটি অক্সিজেন সিলিন্ডার কিনে হস্তান্তর করা হয়েছে। আমরা আরও অন্তত তিনটি সিলিন্ডারের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এসব সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে রোগীর সেবায়।

এমন উদ্যোগে চাইলে আপনিও সহযোগিতা করতে পারেন। সহযোগিতা পাঠাতে : বিকাশ পারসোনাল ০১৭১৮৪০৪৯৯৮, নগদ ০১৯১১৫৩২৩৪৫ (সাইফ বাবু)। যেকোনো প্রয়োজনে ০১৭৪৪৩৮৪১৫৮ (এস কে ফয়সাল)।