যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি এখন রিসোর্ট
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ১১ তলাবিশিষ্ট ডরমেটরিকে সর্বাধুনিক সুযোগ সুবিধাসম্বলিত হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তর করা হয়েছে। সরকারের হাইটেক পার্ক অথোরিটির কাছ থেকে তৃতীয় পক্ষ হিসেবে এ ডরমেটরিটি এতদিন পরিচালনা করত টেকসিটি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। টেকসিটির কাছে ১০ বছরের চুক্তিতে খান প্রপার্টির ১১ তলার এ ডরমেটরিটি নিয়ে রিসোর্টে রূপান্তর করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে রিসোর্টটির উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টেকসিটির ডিরেক্টর আজমল হক আজিম ও খান প্রপার্টিজের চেয়ারম্যান মাসুদুর খানসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খান প্রপার্টিজের চেয়ারম্যান মাসুদুর খান বলেন, ‘হাইটেক পার্ক অথোরিটির এ ডরমেটরিকে হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তর করতে এর সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। সামনের লেকটিকে নয়নাভিরাম করে গড়ে তোলা হবে। বিনোদন পীপাসুরা এখানে এসে খুশি হবে। সরকারের রাজস্বও অনেক বৃদ্ধি পারে। আগামি ১ ফেব্রুয়ারি থেকে এই হোটেল অ্যান্ড রিসোর্টটি পুরোপুরি চালু হয়ে যাবে।’