যাত্রাবাড়ীতে আ.লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/14/bnp-dhaka-5.jpg)
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংসযোগ চলাকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এলে আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করে।
এ সময় ছাত্রদল ও যুবদলসহ ১০ থেকে ১২ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর পুলিশি বাধা উপেক্ষা করেই মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা।
ধাওয়া-পাল্টাধাওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ১৭ অক্টোবর কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকব। কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।