যানবাহন সংকটে বিপাকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রীরা

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে সোমবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবি : এনটিভি

দূরপাল্লার গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকায় যানবাহন সংকটে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রীরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডা থেকে মাইক্রোবাস, পিকআপভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঢাকায় ফিরতে যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে মহাসড়কে আজ সোমবারও কিছু যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে।

আজ সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে ছিল ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। ঢাকামুখী পরিবহণের অপেক্ষায় বাস অথবা বিকল্প পরিবহণে ভেঙে ভেঙে উত্তরের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এই দুটি স্থানে এসে অবস্থান করছেন। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত যানবাহন। এসব স্থান থেকে যাওয়া ঢাকামুখী বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কয়েকগুন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবীরা। এ ছাড়া এসব পরিবহণে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘মহাসড়কে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার বাস চলতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।’