যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের দুই দাবি
যুক্তরাষ্ট্র সরকারের কাছে বাংলাদেশ দুটি দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে- র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে এ দুটি ‘দাবি’ জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মার্কিন পক্ষের কাছে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে দেশটিতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাষ্ট্রদূত ডোনাল্ড লু এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংলাপে মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচনি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ার প্রশংসা করেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর জাপান সফর এবং পরে ওয়াশিংটন ডিসি সফর সম্পর্কে মার্কিন পক্ষকে অবহিত করেন। তিনি বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির রূপরেখাও শেয়ার করেছেন।