যুক্তরাষ্ট্রে ২৬ হাজার স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ : পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে। পাশাপাশি ল্যাপটপ ও স্মার্ট টেলিভিশন এখন দেশেই তৈরি করে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।’
আজ শনিবার পঞ্চগড় সদর উপজেলার মফিজার রহমান ডিগ্রি কলেজের ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বর্তমানে চাহিদার আলোকে বাংলাদেশে প্রতি বছর ৪ কোটি মোবাইল ও ১০ লাখ ল্যাপটপ আমদানি করা হয়। আমরা চাই শিক্ষিত বেকার যুবকদের কারিগরি প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিববর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা যেন প্রযুক্তি ব্যবহার করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের সরকার ২০০৮ সালে উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। আরো ৬ লাখ তরুণ-তরুণী ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে।’
তিনটি বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সামনে তিনটি বাধা রয়েছে। এগুলো হচ্ছে মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি। এগুলো অতিক্রম করেই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।