যুক্তরাষ্ট্র দিচ্ছে আরও দেড় কোটি ফাইজারের টিকা

Looks like you've blocked notifications!

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উপহার হিসেবে আরও এক কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রশাসন কোভ্যাক্সের অধীনে এই টিকা দেওয়ার ঘোষণা করেছে।

এ সময় করোনার প্রতিষেধক টিকা প্রাপ্তি বিশ্বের সব দেশের মানুষের জন্য সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দাবি জানিয়ে বলেছে, করোনার টিকা সাশ্রয়ী মূল্যে জনসাধারণের জন্য তৈরি করা হোক এবং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলিকে স্থানীয়ভাবে এটি উৎপাদনে সহায়তা ও উৎসাহিত করা হোক।

কোভিড-১৯ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ এ দাবি জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বৈঠক পরিচালনা করেছেন। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ ৭৮ মিলিয়ন ডোজ বিতরণ করেছে। ১৬৫ মিলিয়ন লোকের অন্তত ৮০ ভাগ টিকা দেওয়ার জন্য আরও ডোজ প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, সুখবর হল, বাংলাদেশে সংক্রমণের হার এখন প্রায় এক ভাগ। এবং গতকাল দুজন মারা গেছে এবং পরশু মাত্র একজন কোভিড-১৯-এ মারা গেছেন।