যুবদল সভাপতিসহ দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনায় মশাল মিছিল করেছে জেলা যুবদল।
আজ রোববার সন্ধ্যায় জেলা শহরে এই বিক্ষোভ মিছিল হয়। নেতৃত্ব দেন সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।
শহরের তেরীবাজার এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক বিএনপিনেতা ওমর ফারুক প্রমুখ।