যুবলীগকর্মীকে মারধরের মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
যুবলীগ কর্মীকে মারধরের মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গাজী আলী হাসান। ছবি : সংগৃহীত

যুবলীগকর্মীকে মারধরের মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সাবেক সদস্য মো. গাজী আলী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার মির্জাপুর ইউপির চারিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। 

জানা যায়, গত ২৮ নভেম্বর হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন  অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণকালে যুবলীগের কর্মী মো. শাহাজাহানকে (৩০) বেধড়ক মারধর করে ওই চেয়ারম্যান। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

এদিকে, আজ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. আলী আহসানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এরপর পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

মির্জাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।