যে বধ্যভূমিতে কেঁদেছিলেন বঙ্গবন্ধু, সেখানেই হলো স্মরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/17/17-03-2020-17-46-25-sirajgonj-taras-photo-2.jpg)
ঝালকাঠিতে এসে বধ্যভূমিতে কেঁদেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানেই হলো তাঁকে স্মরণ। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মরণে নীরবতা পালন করেন সর্বস্তরের মানুষ। পরে তাঁর নানা স্মৃতি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রমুখ।
১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে স্টিমারে করে সুন্দরবন যাওয়ার সময় যাত্রাবিরতিতে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে নিহত মানুষের কঙ্কাল দেখে চোখ ভিজে যায় বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রেখেছে জেলাবাসী।
ঝালকাঠিতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়। ছবি : এনটিভি