‘যৌতুকের জন্য ছেলেকে হত্যা’ : স্বীকারোক্তি দিলেন বাবা
শিশু মাহিমকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন তার বাবা জুলহাস। এ ছাড়া এ মামলায় আরো এক আসামি জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই দুই আসামি।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআর) সহকারী জিআরও মোহাম্মদ শাহাজাহান এনটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম দুই আসামিকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জুলহাস ছাড়া অন্য আসামি হলেন জুয়েল বেপারী।
র্যাব জানিয়েছিল, গত মঙ্গলবার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শিশু মাহিমের বাবা জুলহাস (৩১) এবং প্রতিবেশী জুয়েলকে (২০) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিশু মাহিমকে অপহরণ করে হত্যার অভিযোগ রয়েছে।