যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা
চাঁদপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে গৃহবধূর ননদ, জা ও দেবরকে।
নিহত সাথী বেগম (২৫) উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের বড়বাড়ির শরিফ খানের স্ত্রী। তাঁর বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে। সাথী বেগমের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, সাথী বেগম বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন। প্রায়ই যৌতুকের দাবিতে সাথী বেগমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন ঝগড়াঝাটি হতো এবং তাঁকে মারধর করা হতো বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার রাতেও সাথীর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে। পরে গতকাল বুধবার বিকেলে সাথী বেগমের মৃত্যু হয়। সাথীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি। তিনি আরও বলেন, এ ঘটনায় আজ দুপুরে নিহত সাথীর মা ফাতেমা বেগম বাদী হয়ে হত্যা মামলাটি করেন।