যৌন হয়রানির অভিযোগে খুবি’র শিক্ষক সাময়িক বরখাস্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ২২ শিক্ষার্থী। এ অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান।
শিক্ষার্থীদের প্রত্যেকেরই অভিযোগ, বিভিন্ন সময় শোভন বাছাড় ছাত্রীদের মৌখিক ও মানসিকভাবে যৌন হয়রানি করেন।
এস এম আতিয়ার রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে শোভন বাছাড়কে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে গত ৭ এপ্রিল চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার ১৩ এপ্রিল অভিযুক্ত শিক্ষক তা গ্রহণ করেন।
‘এ ধরনের অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত’ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, ‘সব কিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণকারী সাবেক ছাত্র সাইফ রহমান আবির বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১২০ নম্বর কক্ষে কীভাবে থাকতেন, তা নিয়ে প্রশ্নও উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে পাস করেন।
গত ২ এপ্রিল ওই ছাত্রীর ভিডিও ধারণের পর থেকে আবির হলেই অবস্থান করছিলেন। এ ঘটনারও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০২১ সালের ২৬ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ছোটন দেবনাথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তাঁরই এক সহকর্মী। ৬০ কার্যদিবসে তদন্ত শেষ করার বিধিবিধান থাকলেও সাত মাসেও তা শেষ করতে পারেনি তদন্ত কমিটি।
এর আগেও বিভিন্ন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় একাধিক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।