রংপুরে অপহরণের চারদিন পর শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রংপুরে অপহরণের চারদিন পর উদ্ধার হওয়ার পর মায়ের কোলে শিশু জোয়ায়েদ। ছবি : এনটিভি

রংপুরের বদরগঞ্জে অপহরণের চারদিন পর জোয়ায়েদ নামের এক বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার নীলফামারী জেলার কুমড়া খাওয়ার মোড় এলাকা থেকে সকাল ৯টার দিকে শিশু জোয়ায়েদকে উদ্ধার এবং অপহরণকারী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

শিশুটি ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। গ্রেপ্তার রুবিনা আক্তার (২০) একই গ্রামের এক গৃহবধূ।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় চন্দ্র রায় অপহরণ শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর শিশু জোয়ায়েদকে উপজেলা দামোদরপুর ইউনিয়নের চকপলাশবাড়ীর মাঝাপাড়ার বাড়ি থেকে শিশুটিকে কোলে নিয়ে বেড়ানোর কথা বলে সটকে পড়েন ওই নারী। ওই এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবার ওইদিন সন্ধ্যায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। অভিযানের চারদিন পর আজ মঙ্গলবার নীলফামারী জেলার কুমড়া খাওয়ার মোড় এলাকা থেকে সকাল ৯টার দিকে শিশু জোয়ায়েদকে উদ্ধার এবং অপহরণকারী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, শিশু জোয়ায়েদকে কৌশলে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। আজ নীলফামারী থেকে শিশু জোয়ায়েদসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারীর ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।