রংপুরে আ.লীগপ্রার্থীর মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে আবার বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে আবার বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে এলাকায় ‍উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাতে স্থানীয় নেকমামুদ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফি মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ভবেশ চন্দ্র প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ৭ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী স্বাক্ষরিত পত্রে ইউনিয়নে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে ১৪ অক্টোবর গণমাধ্যমে খবর আসে তাঁর মনোনয়ন বাতিল করে শাহীন সরদার নামের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে পিস কমিটির সাধারণ সম্পাদকের ছেলে শাহীন সরদারকে নৌকার মনোনয়ন দেওয়ার অপচেষ্টা চলছে। যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে যেকোন মূল্যে তাকে প্রতিহত করা হবে।

অন্যদিকে একই উপজেলার ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আব্দুল হাকিমের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ। সেখানে সাবেক চেয়ারম্যানের ছেলে আতিকুল ইসলাম লিংকনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আগামী ১১ নভেম্বর উপজেলার আটটি ইউনিয়নে দ্বিতীয় ধাপে   নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল রোববার এ আট ইউনিয়নে মনোনয়ন দাখিলের শেষ দিন।