রংপুরে তিস্তা মহাপরিকল্পনা ও চুক্তি সইয়ের দাবিতে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
তিস্তা চুক্তিসইসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে আজ রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ছবি : এনটিভি

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তিসইসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আগামী বাজেট অধিবেশনে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার রংপুর মহানগরীতে দাবি আদায়ে তিস্তা কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী এসময় অভিযোগ করেন, দেশের অন্যান্য অঞ্চলগুলোতে সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কিন্তু,  মাত্র সাড়ে আট হাজার কোটি টাকা তিস্তা মহাপরিকল্পনা ঝুলে আছে।

অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে রংপুর অঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে। তিনি বলেন, ‘আমরা চীন ভারত বুঝি না। নিজস্ব অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং সে জন্য আগামী বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে।’

এসময় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান, স্টিয়ারিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদ উপস্থিত ছিলেন।