রংপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জ থানা। ফাইল ছবি
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে মোকাদ্দেছ আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়ইটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড় নামাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেছ নামাপাড়া এলাকার মো. মনজেল হোসেন (খট্টু) মিয়ার ছেলে।
গ্রামবাসী ও পরিবারসূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়। এ সময় মোকাদ্দেছ আলীর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মোকাদ্দেছ আলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’