রংপুরে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

Looks like you've blocked notifications!
রংপুরের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

বৃদ্ধা রেহেনা বেগম (৬৫) হত্যা মামলার একমাত্র আসামি লাবলুকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, চুরির সময় চোরকে চিনে ফেলায় তার ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা রেহেনা বেগম নিহত হন।

২০১৫ সালের ২৬ জুলাই রাত ৮টার দিকে রংপুরের মিঠাপকুর উপজেলার শংকরপুর মধ্যপাড়া গ্রামের রেহেনা বেগমের বাড়িতে চুরি করতে যান একই গ্রামের চোর লাবলু। বৃদ্ধা রেহেনার কানের দুল চুরি করে নেওয়ার সময় চোরকে চিনে ফেলেন তিনি। তখন তাকে নৃশংসভাবে খুন করেন চোর লাবলু।

পরে নিহত রেহেনা বেগমের ছেলে খোরশেদ আলম মামলা করেন। সেই মামলায় আদালত ২১ জনের সাক্ষী গ্রহণ করেন। আজ আসামির উপস্থিতিতে এ মামলার রায়ে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামি লাবলু মিয়াকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি জয়নাল আবেদীন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুলতান আহমেদ শাহীন।