রপ্তানিপণ্য চোরচক্রের পাঁচ সদস্য আটক

Looks like you've blocked notifications!
রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চোরচক্রের মূলহোতাসহ আটক পাঁচজন। ছবি : এনটিভি

রপ্তানিযোগ্য বিপুল গার্মেন্টস পণ্য চোরচক্রের মূলহোতাসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। বিদেশে পাঠানোর জন্য পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছিল।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘ঢাকার বার্ডস এ অ্যান্ড জেড গার্মেন্টস লিমিটেডের পণ্যগুলো একটি কাভার্ডভ্যানে বিদেশে রপ্তানির জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু কাভার্ডভ্যানটি চট্টগ্রামে না এনে ফেনীর ছাগলনাইয়া ধুমঘাট বিসিক শিল্প এলাকায় সংঘবদ্ধ চোরাকারবারীর কাছে বিক্রির চেষ্টা হচ্ছিল-এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে গার্মেন্টেসের তৈরি পণ্য পরস্পর যোগসাজসে বিদেশে রপ্তানি করার আগেই প্রতি কার্টন থেকে উল্লেখযোগ্য সংখ্যক পিস রেখে দিয়ে আবার নতুনভাবে কার্টনজাত করে বিদেশে রপ্তানি করার মাধ্যমে প্রতারণা করে আসছিল।’

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।