রমজানে খাদ্য সংকট হবে না, মজুদদারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
গণভবনে সংবাদ সম্মেলনে আজ সোমবার বিকেলে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজানে আল্লাহরও নির্দেশ কৃচ্ছ্রতা সাধন করতে হবে। আমরা রমজানে দ্রব্যমূল্য কমাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের পর্যাপ্তপরিমাণ খাদ্য মজুদ আছে, কোনো সংকট হবে না। কেউ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য সাংবাদিকদেরও সজাগ থাকতে হবে।

আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে ডলার ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যদেশও চাইলে একসাথে অনেক বেশি ক্রয় করতে পারে না। আমরা দেশে অনাবাদি জমি কমানোর ব্যবস্থা নিচ্ছি। কোন এলাকায় কোন প্রকার ফসল হয়, সেসব এলাকায় প্রয়োজনীয় ফসল উৎপাদনে ব্যবস্থা নিচ্ছি। রংপুরের মঙ্গা এলাকায় এক সময় মানুষ অভাবে কঙ্কালসার ছিল। মঙ্গায় মানুষ অভাবে দিনাতিপাত করতো। বর্তমানে রাস্তাঘাটের উন্নয়নে এবং সময় অনুযায়ী ফসল উৎপাদন করার কারণে মঙ্গা কেটে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় পেঁয়াজ আমদানি নির্ভর ছিল। এখন নিজ দেশে উৎপাদন করার কারণে পেঁয়াজ সংকট নেই। রমজানের জন্য আমাদের পর্যাপ্ত চাল, ডাল, পেঁয়াজ মজুত রয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।

মুরগি ও ডিমের দামের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছয় ঋতুর দেশ। কখনো দাম বাড়ে কখনো কমে। তাই এমন পর্যায়ে রাখতে হবে যেন, যারা উৎপাদন করে তারাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার অতিরিক্ত দামের কারণে ক্রেতাও ক্ষতিগ্রস্ত না হয়। এটার সমন্বয় করতে হবে। কেউ মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সজাগ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সবাইকে কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে। বাসা বাড়িতে টমেটো, কাঁচা মরিচ, শাকসবজি চাষ করতে হবে। আমি নিজেও আমার বাসার ছাদে টমেটো চাষ করেছি। তা দিয়ে সকালে সালাত হিসেবে নাস্তার সাথে খাই। তাই সবাইকে কৃষি কাজের প্রতি জোর দিতে হবে। সবার সহযোগিতা থাকলে দেশে ইনশাআল্লাহ খাদ্য সংকট হবে না।