রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রাঙামাটিতে অস্ত্রসহ গ্রেপ্তার ইউপিডিএফ কর্মী কমলধন চাকমা। ছবি : এনটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার এক কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গতকাল রোববার মধ্যরাতে উপজেলার মধ্যখাড়িকাটা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক করা হয় বলে জানান লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

আটককৃত ব্যক্তির নাম কমলধন চাকমা ওরফে চূড়ান্ত চাকমা (৪০)। যদিও ইউপিডিএফ তাঁকে নিজেদের ‘সাবেক কর্মী’ বলে দাবি করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, ‘আটককৃত কমলধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সশস্ত্র শাখার সদস্য বলে জানা গেছে। অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

অন্যদিকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র অন্যতম মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি, কিন্তু তিনি আমাদের সাবেক কর্মী। তিনি বর্তমানে সংগঠনের সাথে জড়িত না। কোনো ধরনের অভিযোগ ছাড়া তাঁকে ধরা হয়েছে।