রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীতে বাসে উঠে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক পুলিশ পরিদর্শক। তাঁর নাম শফিকুল ইসলাম (৫২)। তিনি গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বপালন করেন। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

শফিকুলের এ খবর শুনে হাসপাতালে এসেছেন স্বজনেরা। মো. সালাউদ্দিন নামে তাঁর এক শ্যালক বলেন, ‘ঢাকার আশকোনা হাজি ক্যাম্প এলাকায় শফিকুল ইসলাম বাড়ি করেছেন। ওই বাড়ির জন্য কিছু আসবাব ও পারটেক্স বোর্ড কিনতে সকালে কারওয়ানবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাঁর কাছে এক লাখ টাকা ছিল। বিআরটিসির একটি বাসে উঠেছিলেন তিনি।’

সালাউদ্দিন জানান, দুপুরের দিকে বাসা থেকে শফিকুল ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে অন্য এক ব্যক্তি ধরেন। তিনি জানান, বাসে অচেতন হয়ে রয়েছেন শফিকুল। ওই সময় বাসটি কারওয়ানবাজার এলাকায় ছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।