রাজধানীতে আইসোলেশনে থাকা অবস্থায় একজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজধানীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে এমন সন্দেহে আরো একজনকে দাফন করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তিনি আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। লাশটি হাসপাতাল থেকে আল মার্কাজুল ইসলামী নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কবরস্থানে এনে দাফন করেছে।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে আনোয়ার নামের একজন জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। করোনার সব উপসর্গ উপস্থিত থাকায় আমরা আল মার্কাজুলে ফোন করি। তারা এসে লাশ নিয়ে গেছে। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’