রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ছাড়িয়েছে

Looks like you've blocked notifications!
রাজধানী ঢাকা শহর। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে এক হাজার ৯৪০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৬৩ জন।

এদিকে রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৪ জনে। অন্যদিকে রাজধানীর বাইরে ঢাকা জেলার উপজেলাগুলোতে আরো তিন হাজার ৬২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।           

এর পাশাপাশি দেশের অন্যান্য জেলায় দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী।

আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগ

গাজীপুর জেলায় তিন হাজার ৮৯০ জন, কিশোরগঞ্জ জেলায় এক হাজার ৭৬৭ জন, মাদারীপুরে ৮৩২ জন, মানিকগঞ্জে ৭১৬ জন, নারায়ণগঞ্জ জেলায় পাঁচ হাজার ৬১৮ জন, মুন্সীগঞ্জ জেলায় দুই হাজার ৫০৩ জন, নরসিংদী জেলায় এক হাজার ৬৬৪ জন, রাজবাড়ী জেলায় ৫৬৩ জন, ফরিদপুর জেলায় দুই হাজার ৪৪৪ জন, টাঙ্গাইল জেলায় এক হাজার ৪২ জন, শরীয়তপুর জেলায় ৬৬৮ জন, গোপালগঞ্জ জেলায় ৭৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় ১১ হাজার ৫৯৭ জন, লক্ষ্মীপুরে এক হাজার ১৪৬ জন, কুমিল্লায় চার হাজার ১৬৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ৫০৯ জন, চাঁদপুরে এক হাজার ৩৬৬ জন, নোয়াখালীতে দুই হাজার ৬৩৮, ফেনীতে এক হাজার ২৯ জন, কক্সবাজারে দুই হাজার ৯৭১ জন ও বান্দরবানে ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট জেলায় তিন হাজার ২১৮ জন, মৌলভীবাজারে ৬৫৭ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও সুনামগঞ্জে এক হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর জেলায় ৯৮৩ জন, গাইবান্ধায় ২৮৮ জন, দিনাজপুরে ৬৫৭ জন, নীলফামারীতে ৩৫৩, ঠাকুরগাঁওয়ে ২০৬ জন, কুড়িগ্রামে ১৪৯, লালমনিরহাটে ১২৬ জন ও পঞ্চগড়ে ১৪৬ আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনায় তিন হাজার ৩০০ জন, যশোরে এক হাজার ১৫৬ জন, নড়াইলে ৪৩৫ জন, বাগেরহাটে ৩৫৮ জন ও চুয়াডাঙ্গা জেলায় ৩২৩ জন, কুষ্টিয়ায় এক হাজার ৫১ জন, ঝিনাইদহে ৫৩৫ জন, সাতক্ষীরায় ৪৩২ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় দুই হাজার ৫২ জন, জামালপুর জেলায় ৭৪০ জন, নেত্রকোনায় ৫৫১ জন ও শেরপুর জেলায় ২৬৭ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল জেলায় এক হাজার ৬৮৬ জন, বরগুনা জেলায় ৪৩৮ জন, ঝালকাঠিতে ২৪২ জন, পিরোজপুরে ৭৫২ জন ও পটুয়াখালীতে ৭৫২ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী জেলায় এক হাজার ৬৮২, জয়পুরহাটে ৫৫০ জন, পাবনায় ৫৯৯ জন ও বগুড়ায় তিন হাজার ৭৬৩ জন, নাটোর জেলায় ৩০৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯৯ জন, নওঁগা জেলায় ৬৭৬ জন ও সিরাজগঞ্জ জেলায় ৮৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।