রাজধানীতে করোনা শনাক্তের ৯২ শতাংশ ওমিক্রন

Looks like you've blocked notifications!
করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি।

রাজধানীতে করোনাভাইরাস শনাক্তদের ৯২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। বাকি ৮ শতাংশের শরীরে মিলেছে করোনাভাইরাসের ডেল্টা ধরন। এ ছাড়া ওমিক্রন ধরনের দুটি উপধারা পাওয়া গেছে। এমন সব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি)।

গতকাল শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়। তা থেকে ওমিক্রন ও ডেল্টা ধরনে আক্রান্তদের চিত্র ধরা পড়ে। ওমিক্রন আক্রান্তদের দেহে দুটি উপধারা পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।

গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। শনাক্তের হারে রেকর্ডও হয়। সে সময় ঢাকায় কোভিডের নতুন ধরন ওমিক্রনের অতি বিস্তার ডেল্টা ধরনের ওপর প্রাধান্য বিস্তার করে।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের এ ধরন পাওয়ার তথ্য রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার ধারণা, এখন ওমিক্রনের দাপটই চলছে।

গতকাল শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪ হাজার ৮২৬। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের।