রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে ইয়াসমিন আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করি।
শফিকুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলায় গৃহকর্মীর কাজ করত ইয়াসমিন আক্তার। আমরা গিয়ে দেখি ছাদ থেকে একটি নিচের দিকে একটি কাপড় বাধা ছিল। আমাদের ধারণা, চুরি করে নিচে নামার সময় সে নিচে পড়ে যায়।’
‘নিচে পড়ার পর ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার মারা যায়। পরে রাতেই আমরা লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে’, যোগ করেন শফিকুল ইসলাম।
এসআই আরো বলেন, ‘মেয়েটি কেন পালানোর চেষ্টা করছিল তা আমরা জানার চেষ্টা করছি। ওই বাসার লোকজনকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’