রাজধানীতে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ গ্রেপ্তার ২
ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি এবং তার সহযোগী মো. রাশেদকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। গতকাল সোমবার (৮ মে) সন্ধ্যায় ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ককটেল ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।
আরিফ মহিউদ্দিন বলেন, ‘বাঁশেরপুল এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবরে র্যাব অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ককটেল ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।’
সংবাদ সম্মেলনে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘উজ্জ্বল হোসেন ডাকাত দলের সর্দার। তিনি পুরো দলটি পরিচালনা করতেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে উজ্জ্বলের নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। তার দলে মোট ১০ জন সদস্য রয়েছে।’
আরিফ মহিউদ্দিন বলেন, ‘ডাকাত দলটি রাজধানীর ডেমরা, শনির আখড়া, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকায় বড় ধরনের ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। গত ৫ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তারা সাতটি ডাকাতি কার্যক্রম করেছে। এছাড়া দলটি আরও আট থেকে ১০টি বড় ধরনের ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।’
আরিফ মহিউদ্দিন আরও বলেন, ‘উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’