রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৮) ও মো. সোহেল (৩৮) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. সালাউদ্দিন (৪০) নামে আরও একজন। 

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মরিয়ম বাশাবো ঢালে ডিভাইডার রেলিং পার হওয়ার সময় সড়কে পড়ে যান। সে সময়  অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং সংবাদ পেয়ে সেখান থেকে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এসআই ফারুক বলেন, ‘নিহত মরিয়ম জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত রহমত উল্লাহর মেয়ে। বর্তমানে দক্ষিণখান থানাধীন উত্তরা এলকায় থাকতেন।’

এ দিকে, রাত আড়াইটার দিকে শাহবাগ থানার বুয়েটের সড়কের বিপরীত দিক দিয়ে বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে একজন মারা যান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত সোহেল ও সালাউদ্দিন দুজন সম্পর্কে বন্ধু, তারা স্টক লটের ব্যবসায়ী। সাভারে কাজ শেষে রাতে নারায়ণগঞ্জে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। নারায়ণগঞ্জ রুস্তমপুরের হাজি রওশন আলীর ছেলে সোহেল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’