রাজধানীতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, কয়েকটি বাসে আগুন
রাত সাড়ে ১০টা। মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের এক সদ্য সমাপ্ত হওয়া এসএসসি পরীক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দুটি বাসের প্রতিযোগিতায় অনাবিল নামের একটি বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। রাজধানীর রামপুরার ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সেখানে থাকা কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনা সোমবার রাত ১১টার দিকে ঘটে। ১১টা ৮ মিনিটে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভিশনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন।
জানা গেছে, নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বাসায় ফিরছিলেন। মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
এরশাদ হোসাইন বলেন, ‘রাত ১১টা ৮ মিনিটে আমরা খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। শুনেছি ৮ থেকে ১০টির মতো বাসে আগুন দেওয়া হয়েছে। তবে, ফাইনাল রিপোর্ট এখনো পাইনি। পেলে কতটি বাসে আগুন দেওয়া হয়েছে তা জানা যাবে।’
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাতে এ প্রতিবেদককে বলেন, ‘আগুনের ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। তিনি বোধহয় একটি বাসের চালক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী সড়ক অবরোধ করে অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।’