রাজধানীতে বাসের অনিয়ম ঠেকাতে অভিযান, প্রথম দিনে ডাম্পিংয়ে ১৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/17/bus-dumping.jpg)
রাজধানীর রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে। যৌথ অভিযান পরিচালনায় আছে রাজধানীর দুই সিটি করপোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সফোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের প্রথম দিনেই ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। একই সময়ে ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। দুই সপ্তাহব্যাপী এই অভিযান চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।
আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রায়েরবাগ, রমনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বসিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ সিটির শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকার দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং উত্তর সিটির বসিলা এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন অভিযান পরিচালনা করেন।
অভিযানসূত্রে জানা গেছে, গত ২২ জুন অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহণের ২১ নম্বর রুটে চলাচলকারী সকল অবৈধ ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়। আজ থেকে শুরু হওয়া এই অভিযান দুই সপ্তাহ চলবে।
জানা গেছে, আজ অভিযানে মোট ১৩টি বাস ডাম্প করা হয়। এ ছাড়াও রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য এসব বাসের বিরুদ্ধে ১৩টি মামলাসহ ফিটনেস না থাকা, আসন সংখ্যা বেশি থাকা ও আদেশ অমান্য করায় আরও ১১টি মামলা দায়ের করা হয়। ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডিএমপি সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুসারে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহণ ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না। অথচ রুট পারমিট ছাড়াই এই গাড়িগুলো এই রুটে চলছিল। সেজন্য অভিযানে তিনটি বাস ডাম্প করা হয়েছে।’