রাজধানীতে বিজ্ঞান কলেজ ছাত্রের মৃত্যু : মাইক্রোবাসচালক রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে, আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসটির চালককে  গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এসময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত রোববার সকাল সোয়া ৭টায় রাজধানীর বিজি প্রেসের সামনে রাস্তা পার হতে গেলে আলী হোসেনকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। গুরুতর আহত আলী হোসেন পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সড়ক পরিবহণ আইনের ১০৫ ধারায় মামলা হয়।