রাজধানীতে মাইক্রোবাসে আগুন

ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে মাইক্রোবাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার।
নাজমা বলেন, ‘মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিউটি অফিসার।