রাজধানীতে যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী রয়েছে

Looks like you've blocked notifications!

দেশে এ পর্যন্ত ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছে রাজধানী ঢাকায়।

এরপর রয়েছে পাশের জেলা নারায়ণগঞ্জ ও মাদারীপুরে। ঢাকাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২২ জন। তাঁরা রাজধানীর ৫২টি এলাকার বাসিন্দা। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মোট আক্রান্তের মধ্যে মিরপুর, ধানমন্ডি, ওয়ারী ও বাসাবাতে সবচেয়ে বেশি রোগী রয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে হাজারীবাগে একজন, উর্দু রোডে একজন, বুয়েট এলাকায় একজন, লালবাগে পাঁচজন, ইসলামপুরে দুইজন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, বাবুবাজারে পাঁচজন, ওয়ারীতে নয়জন, কোতোয়ালিতে একজন, বংশালে একজন, চকবাজারে একজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, আদাবরে একজন, পুরানো পল্টনে দুইজন, মোহাম্মদপুরে পাঁচজন, বসিলায় একজন, ধানমন্ডিতে নয়জন, জিগাতলায় তিনজন, সেন্ট্রাল রোডে একজন, গ্রিনরোডে দুইজন, শাহবাগে একজন, ইস্কাটনে একজন, বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবোতে নয়জন, রামপুরায় একজন, বাড্ডায় একজন, শাহাজাহানপুরে একজন, তেজগাঁওয়ে দুইজন, বসুন্ধরা আবাসিক এলাকায় দুইজন, নিকুঞ্জতে একজন, আশকোনায় একজন, উত্তরাতে পাঁচজন, গুলশানে ছয়জন, মহাখালীতে একজন, মিরপুরের কাজীপাড়ায় একজন, মিরপুর ১০ নম্বরে দুইজন, মিরপুর ১১ নম্বরে দুইজন, মিরপুর ১৩ নম্বরে একজন, মিরপুর ১ নম্বরে আটজন, শাহআলীবাগে দুজন, টোলারবাগে চারজন, উত্তর টোলারবাগে ছয়জন ও পীরেরবাগে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।