রাজধানীতে ২ আ.লীগ নেতার বাসায় বিপুল টাকা-স্বর্ণালংকার
রাজধানীর ওয়ারী এলাকায় দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে র্যাব। র্যাব-৩-এর একটি দল গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের দুটি বাসায় একযোগে অভিযান চালায়।
আওয়ামী লীগের ওই দুই নেতা হলেন গেণ্ডারিয়া থানা শাখার সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই একই শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ও র্যাব সদর দপ্তরের উপপরিচালক (মিডিয়া) সুজয় সরকার এনটিভি অনলাইনকে জানান, তাঁরা আওয়ামী লীগের ওই দুই নেতার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছেন। তিনি বলেন, ‘ধারণা করছি, সিন্দুক আর বস্তা মিলে অন্তত ২০ কোটি টাকা হতে পারে। টাকাগুলো গণনার জন্য ব্যাংক থেকে দুটি টাকা গণনার মেশিন আনা হয়েছে।’
আজকের অভিযানে কাউকে আটক করা হয়নি বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
অভিযানটি পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, এই বাড়ির ছয়তলার নিচতলায় মোট পাঁচ কোটি টাকার এফডিআর জব্দ করা হয়েছে। এ ছাড়া পাঁচটি সিন্দুকে টাকা পাওয়া গেছে। টাকাগুলো গণনার কাজ চলছে।
এর আগে গত ১৩ জানুয়ারি ৪০ লাখ টাকা ও দুটি মোবাইল ফোনসহ এনামুল ও রুপনকে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অর্থ পাচার মামলায় দুই ভাইকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বরে গেণ্ডারিয়া এলাকায় তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোটি নগদ টাকা ও আট কেজি ৭২ গ্রাম স্বর্ণ উদ্ধারের পর থেকেই পলাতক ছিলেন এনামুল ও রুপন। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের চারটি মামলা করা হয়।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, দুই ভাইয়ের ২২টি বাড়ি রয়েছে, যার বেশিরভাগই পুরান ঢাকায়। সেইসঙ্গে ৯১টি ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা এবং পাঁচটি ব্যক্তিগত গাড়ি রয়েছে।