রাজধানীতে ৭ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। পুলিশ বলছে, ছাদের রেলিংয়ে বসে মুঠোফোনে কথা বলার সময় তিনি পড়ে যান। ওই শিক্ষার্থীর নাম আরমানুজ্জামান। আজ শুক্রবার বংশালে সাততলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারসূত্রে জানা গেছে, আরমানুজ্জামান নানা-নানির সঙ্গে বংশালের রজনী ঘোষ লেনের সাততলা ভবনের পাঁচতলায় থাকতেন। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন। বাড়ি যশোরে। তিনি ঢাকার উদয়ন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আরমান।
বংশাল থানার উপপরিদর্শক (এএসআই) শেখ ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে ছাদের রেলিংয়ে বসে মুঠোফোনে কথা বলছিলেন আরমানুজ্জামান। হঠাৎ তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।