রাজধানীমুখী মানুষের ভিড়ে নাকাল পাটুরিয়া ঘাট

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ঢাকাফেরত মানুষের ভিড়। ছবি : এনটিভি

সারা দেশে যানবাহন না থাকলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে বহু মানুষ। এসব মানুষের মধ্যে বেশিরভাগই তৈরি পোশাককর্মী।

গণপরিবহন বন্ধ থাকায় হাজার হাজার মানুষ ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসে চড়ে রওনা হচ্ছে। কেউ কেউ হেঁটেও রওনা হচ্ছে। বহু মানুষ যানবাহনের অপেক্ষায় পাটুরিয়া ঘাট, আরিচা ও উথলী বাসস্ট্যান্ডে অবস্থান করছে।

আজ শনিবার সকাল থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত কয়েক হাজার মানুষ এসব স্থানে অপেক্ষায় ছিল। প্রশাসন সড়কে চেকপোস্ট বসিয়েও থামাতে পারছে না এই জনস্রোত।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে নদী পার হয়ে পাটুরিয়া ফেরিঘাটে আসছে মানুষ। আগামীকাল রোববার গার্মেন্টস খোলা থাকায় তারা জীবিকার তাগিদেই কর্মস্থলে যাচ্ছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপই তারা মানছে না। দ্রুত ঘাট এলাকাসহ মহাসড়কের আশপাশ ত্যাগ করে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’