রাজধানীর খিলগাঁওয়ে পরিবেশ সংঘের বৃক্ষরোপণ

Looks like you've blocked notifications!
রাজধানীর খিলগাঁওয়ের মালেক মেম্বার এলাকায় আজ বৃহস্পতিবার পরিবেশ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। ছবি : বিজ্ঞপ্তি

রাজধানীর খিলগাঁওয়ের মালেক মেম্বার এলাকায় পরিবেশ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ‘ফিচারিং গ্রিন আর্থ প্রকল্প’। এ ছাড়া আরো সহযোগিতা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিবেশ সংঘের সদস্যরা গাছের চারা লাগান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, মিসেস ডলি আক্তার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘ফিচারিং গ্রিন আর্থ প্রকল্প’-এর ম্যানেজার মানিক কুমার সাহা।

রাজধানীর খিলগাঁওয়ের মালেক মেম্বার এলাকায় আজ বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে পরিবেশ সংঘ শোভাযাত্রা বের করে। ছবি : বিজ্ঞপ্তি

এ উপলক্ষে একটি শোভাযাত্রা পরিবেশ সংঘের সামনে থেকে শুরু হয়ে পুরাতন ব্যাংক গলির গোলচত্বরে গিয়ে শেষ হয়। এরপর অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরিবেশের ক্ষতিকর দিক নিয়ে আলোচনাসহ নিজেদের খালি জায়গায় বৃক্ষরোপণের পরামর্শ দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিএসটিসির ‘ফিচারিং গ্রিন আর্থ’-এর প্রকল্প ম্যানেজার আবু সাদাদ মো. সায়েম এবং পরিবেশ সংঘের সমন্বয়কারী মিস কোহিনূর খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা ‘একটি গাছ কাটলে দুটি গাছ’ লাগানোর পরামর্শ দেন এবং পাশাপাশি কিশোর-কিশোরীদের এ ধরনের উদ্যোগকে সমর্থন করেন।

এ ছাড়া অনুষ্ঠানে পরিবেশ সংঘের কিশোর-কিশোরী ও এলাকাবাসী উপস্থিতি ছিলেন।