রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারে অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজার। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার দুপুর ১টা ৫ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ১টা ৫৫ মিনিটে। চারতলা ভবনের দ্বিতীয় তলায় মীনা বাজারের স্টোর রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে বলে জানিয়েছে সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম। আজ সোমবার দুপুরে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনও।’

লিমা খানম বলেন, ‘আগুন লাগার খবর জানার পরপরই সেখানে আমাদের চারটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে সময় পথের মধ্যে থাকা আরও দু-একটি ইউনিট ফিরে যায়। কারণ, আর নতুন ইউনিটের প্রয়োজন হচ্ছিল না।’

তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের কথা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম বলেন, ‘তদন্ত প্রতিবেদন এলে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।’