রাজধানীর পল্লবীতে পানির ট্যাংকে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
রাজধানীর পল্লবীতে পানির ট্যাংকে পড়ে আফিয়া নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
শিশুটির চাচা গুড্ডু মিয়ার বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, পল্লবী ১১ নম্বর সেকশনের ২০ নম্বর লাইনে ওয়াপদা ৩ নম্বর ভবনের বিহারীপল্লিতে পরিবারের সঙ্গে থাকতো শিশু আফিয়া। আজ সকালে গুড্ডু মিয়া গরু কোরবানি দিয়েছেন। রক্ত ধোয়ার জন্য ট্যাংকে ঢাকনা খুলে কয়েকবার পানি নেওয়া হয়েছিল। ভুলে মুখটি খোলা ছিল। সবাই যখন ব্যস্ত ঠিক সে সময়ে শিশুটি হামাগুড়ি দিয়ে ট্যাংকে পড়ে যায়।
বাচ্চু মিয়া বলেন, পরে শিশুটিকে পানির ট্যাংকে ভাসতে দেখে তার পরিবারের লোকজন। সেখান থেকে ঢামেক আনা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সে সালাম ও সীমার মেয়ে।
বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’