রাজধানীর বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়

Looks like you've blocked notifications!
রাজধানীর নয়াবাজার পার্কে অস্থায়ী মেলায় দেখা যায় শিশুরা আনন্দ নিয়ে নাগরদোলায় ঘুরছে। ছবি : ফোকাস বাংলা

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্র দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে বৃষ্টির কারণে ঈদের নামাজ শেষে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। বিকেলের দিকে আবহাওয়া কিছু ভালো হওয়ায় রাজধানীবাসী সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েন বিনোদনকেন্দ্রগুলোতে।

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক, রমনা পার্ক, নয়াবাজারে আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে মানুষের ভিড়। সবাই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। রমনা পার্কে ঘুরতে আসা লামিহা নামের একজন বলেন, ঈদের দিন পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। রাজধানীতে বেড়ানোর জায়গা কম থাকাতে এই সব জায়গাতে মানুষ বেশি বেড়াতে আসে। এখানে এসে ঘুরতে পারায় ঈদের আনন্দটা দ্বিগুণ হলো।  

নয়াবাজারের পার্কে অস্থায়ী মেলায় দেখা যায় নাগরদোলায় শিশুরা আনন্দ নিয়ে ঘুরছে। সেখানে ফাহিম নামে একজন বলেন, ঈদের দিন এখানে অনেক মেলা ও বিভিন্ন রাইড বসে। তাই ঈদের আনন্দ নেওয়ার জন্য এখানে এসেছি। এখানে বাচ্চাদের সাথে বড়রাও আসেন ঈদের আনন্দ নিতে।