রাজধানীর মিরপুরে ৫ ক্লিনিক-হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর
চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সারা দেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আওতায় আজ বুধবার রাজধানীর মিরপুরে বন্ধ করা হলো ৫টি ক্লিনিক-হাসপাতাল।
জানা গেছে, মিরপুর ১০ ও ১১ নম্বর এবং পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক-হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন ও হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. শেখ দাউদ আদনান।
অভিযানে বন্ধ করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ফেয়ার নার্সিং হোম, হলি হোমস, শেখ সেবা নার্সিংহোম, আল-শাফি হাসপাতাল, হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেড।
শেখ দাউদ আদনান জানান, অভিযানের খবর পেয়ে কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে তালা দিয়ে চলে যায়। পরে যোগাযোগ করে না পেয়ে সেসব হাসপাতাল বন্ধ করে দেয় অধিদপ্তর। এ ছাড়া দুটি হাসপাতালে দেখা যায় নানা অনিয়ম।
মিরপুর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় একটি বাসাবাড়ির দ্বিতীয় তলায় হলি হোমস নামে একটি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় হাসপাতালটিতে ছিল না কোনো চিকিৎসক। অপারেশন থিয়েটারে ছিল অপরিচ্ছন্ন।
মিরপুর-১০ নম্বর এলাকায় কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডেও দেখা যায় একই চিত্র। পাশাপাশি হাসপাতালটি নিবন্ধনও ছিল না। এ ছাড়া অনুমোদন না থাকার পরও রক্ত মজুত করে ছিল হাসপাতালে।
এ সময় হাসপাতালটিতে চারজন রোগী থাকায় বিকেলের মধ্যে হাসপাতাল বন্ধ করে দেওয়ার আদেশ দেয় অধিদপ্তর।