রাজধানীর হাজারীবাগে কারখানায় আগুন

অগ্নিকাণ্ডের প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ৫ মিনিটের দিকে।
আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
খালেদা ইয়াসমিন বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।